মান্দায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২; সময়: ২:৪৮ অপরাহ্ণ |
মান্দায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভয়াশ্রমের গুরুত্ব ও মৎস্য আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিষদের হলরুমে আয়োজিত প্রশিক্ষণে মৎস্যজীবী ও মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাসফিয়া তাবাসসুম প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে