বন্যার্তদের পুনর্বাসনে গবির অগ্নিসেতুর সহায়তা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২; সময়: ১২:০১ অপরাহ্ণ |
বন্যার্তদের পুনর্বাসনে গবির অগ্নিসেতুর সহায়তা

পদ্মাটাইমস ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের পুনর্বাসনে গণস্বাস্থ্য কেন্দ্রকে ৪০ হাজার টাকা নগদ অর্থ দিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় নগদ অর্থের চেক দেন অগ্নিসেতুর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মঞ্জুরুল কাদের আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. রেজাউল হক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইউনিটের সহকারী অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন, এইসআই ডিপার্টমেন্টের পরিচালকসহ ফাইন্যান্স ম্যানেজার রাজিব মুন্সি এবং অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ গণ বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের বর্তমান কমিটির সব সদস্যবৃন্দ।

এ সময় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইউনিটের সহকারী অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন বলেন, বন্যার্তদের সহায়তায় কাজ করায় এবং অর্থ সহায়তা প্রদানের জন্য অগ্নিসেতুর সদস্যবৃন্দকে অভিনন্দন। সব শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসা উচিত। যেকোনো দুর্যোগে শিক্ষার্থীদের একজোট হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।

গত একমাস ধরে অগ্নিসেতুর বুথের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় এ অর্থ সংগ্রহ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গণ বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে