মহাদেবপুরে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২; সময়: ৩:৫৪ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়, স্পীড পানীয়ের অতিরিক্ত দাম নেয়ায় এবং একটি মুড়ি মিলে মুড়ি চানাচুরের প্যাকেটে মূল্য ও মেয়াদ না লেখায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির ২০ হাজার টাকা জরিমানা করেছে।
জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হোসেনের নেতৃত্ব বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ের ফিরোজ স্টোরে অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়, স্পীড পানীয়ের অতিরিক্ত দাম নেয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় অবৈধ যৌন উত্তেজক সিরাপগুলো উদ্ধার করে ট্রাকের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। অপরদিকে প্রাণবন্ধু মুড়ি ও ফুড কারখানায় অভিযান কালে মুড়ি ও চানাচুরের প্যাকেটে মেয়াদ ও মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।