শেকৃবির অধিভূক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
শেকৃবির অধিভূক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : শেকৃবির অধিভূক্তি বাতিলের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ এর শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে।

বুধবার (২৭ জুলাই) সকালে তারা ক্লাশ বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছে। এসময় তারা অবস্থান নিয়ে দাবী সংবলিত বিভিন্ন শ্লোগান দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে দাবী না মানলে কঠোর কর্মসুচি দেবার।

এদিকে ছাত্র কল্যান পরিষদের যুগ্ন আহ্বায়ক মাইনুদ্দিন রিয়াদ, পরিষদের নেতা শিক্ষার্থী শাফকাত উল্লাহ, দিগন্ত আহম্মেদ, শাহরিয়ার খান, মেহেদী হাসান খান ও খাদিজা ববি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ হওয়া সত্ত্বেও বিনা নেটিশে আমাদের ফাইনাল পরীক্ষা নেয়া হয়নি। এ কারনে অধিভূক্তি দ্রুত বাতিল চাই। সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষক সংকট, বাজেট স্বল্পতা ও ল্যাবে সরঞ্জাম বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদের কলেজকে পাশ্ববর্তী এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি করার দাবি করা হয়।

এদিকে দ্রুত দাবি আদায় না হলে সড়ক অবরোধের হুমকি দেয় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের দাবি যোক্তিক। তবে আন্দোলনের কারনে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দু দিন হল শিক্ষকরা ভিতরে অবরুদ্ধ রয়েছি। আশা করছি উর্ধ্বতন মহল দ্রুত শিক্ষার্থীদোর দাবি পুরনে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে শিক্ষার সুষ্ট পরিবেশ নিশ্চিত করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে