ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার

পদ্মাটাইমস ডেস্ক : জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সারাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ জনগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ বাস করে চট্টগ্রাম বিভাগে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, এবার জনশুমারির মোট জনসংখ্যার ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন। নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮ জন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ বাস করে চট্টগ্রামে ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন এবং সবচেয়ে কম বসবাস করে বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন।

এছাড়া ঢাকা বিভাগে ৮২ হাজার ৩১১ জন, খুলনা বিভাগে ৩৮ হাজার ৯৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ হাজার ৫৫৯ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৪৪ হাজার ৫৯২ জন, রংপুর বিভাগে ৯১ হাজার ৭০ জন এবং সিলেট বিভাগে বসবাস করে ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে