দুর্নীতি মামলায় প্রদীপের ২৮, চুমকির ২৯ বছরের কারাদণ্ড

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২; সময়: ১১:৪০ পূর্বাহ্ণ |
দুর্নীতি মামলায় প্রদীপের ২৮, চুমকির ২৯ বছরের কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি প্রদীপ কুমার দাশ এবার দুর্নীতি মামলায় সাজা পেয়েছেন। দুদকের করা মামলায় তার ২৮ বছরের সাজা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই মামলায় তার স্ত্রী চুমকি কারনের ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া তাদের সম্পতি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন।

দুদকের মামলার আইনজীবী চট্টগ্রাম আদালতের পিপি মাহমুদুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে এই রায় দিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে