চবিতে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
চবিতে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৫ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বহিষ্কৃত ওই শিক্ষার্থীরা হলেন, হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন ও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা।

এদিকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ নিয়ে পাঁচ জনকে আটক করলো বাহিনীটি।

জানা যায়, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেও মারধর করে বখাটেরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তার বন্ধুকে আটকে রাখে।

এই ঘটনায় ভুক্তভোগী হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

এদিকে এ ঘটনার পর বুধবার থেকেই উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ওইদিন রাতেই ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ঘটনাস্থলে গিয়ে চার কার্যদিবসের মধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন। অন্যথায় প্রক্টরিয়াল বডি পদত্যাগ করবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে