করোনায় আরোও চার জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬২১

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২; সময়: ৫:২৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
করোনায় আরোও চার জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬২১

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ জনের। এসময়ে করোনাভাইরাসে আক্রান্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ৭ দশমিক ৮৪।গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৪৮ জন। আজ তা বেড়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫ হাজার ৪০৪ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৬১ লাখ ৮২ হাজার ১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৭ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৯৫২ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে