পোরশায় অবৈধ রিং জাল পোড়ালো ইউএনও
প্রকাশিত: জুলাই ২৬, ২০২২; সময়: ১:২৬ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : মৎস সংরক্ষণ আইন বাস্তবায়নে নওগাঁর পোরশায় মোবাইল কোর্ট পরিচালনা করে
পুনর্ভবা নদি থেকে অবৈধ রিং জাল আটক করে পুড়িয়ে দিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।
মঙ্গলবার দুপুরে পুনর্ভবা নদিতে অভিযান পরিচালনা করে তিনি ১১টি রিং জাল আটক করেন। নদিতে জালগুলি দেওয়া ছিল। কেউ আটক হয়নি। এগুলোর আনুমানিক মুল্য ৫৫ হাজার টাকা।
নদির পাড়ে মোবাইল কোর্ট বসিয়ে জালগুলি আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এসময় মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম, এসআই মেহেদী, এএসআই মোস্তাফিজুর রহমান সহ বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।