নতুন জ্যাকেটে এ মাসেই অভিযানে নামছে ডিবি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২; সময়: ১২:১১ অপরাহ্ণ |
নতুন জ্যাকেটে এ মাসেই অভিযানে নামছে ডিবি

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) চলতি মাসেই আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত জ্যাকেট পরে অভিযানে নামছে।

নতুন এই জ্যাকেটে প্রথমবারের মতো গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয়ে কুইক রেসপন্স কোড (কিউআর) ব্যবস্থা থাকছে। ফলে এই জ্যাকেট নকল করে কোনো অপরাধী ডিবি পরিচয়ে অপরাধ চালাতে পারবে না বলে মনে করছেন কর্মকর্তারা।

ডিবি জানায়, বিশেষ ধরনের এই জ্যাকেট পরে অভিযানের সময় কারও সন্দেহ হলেই ওই ব্যক্তি ডিবির সদস্য কিনা, তা কিউআর কোডের মাধ্যমে সঙ্গে সঙ্গেই শনাক্ত করা যাবে। এই জ্যাকেটে ডিএমপি ও ডিবির রঙিন লোগো দৃশ্যমানভাবে ব্যবহার করা হচ্ছে।

এতে আলোর প্রতিফলন হওয়ায় রাতে দায়িত্ব পালনের সময়ও দূর থেকে ডিবি সদস্যের উপস্থিতি বোঝা যাবে। এই জ্যাকেটে বিশেষ ধরনের পকেট সুবিধা থাকায় অভিযানের সময়ে সদস্যরা দরকারি নোটবুক, কলম ও কাগজপত্র রাখতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বর্তমানে তাদের গোয়েন্দা বিভাগের সদস্যরা যে জ্যাকেট পরে অভিযান চালাচ্ছেন, তা বেশ পুরোনো।

দীর্ঘ বছর ধরে এই জ্যাকেট ব্যবহার হওয়ায় অনেক প্রতারক তা তৈরি করে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে নিরীহ মানুষকে ফাঁদে ফেলছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ বন্ধে আধুনিক ও নতুন জ্যাকেটে অভিযান চালাবে ডিবি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে