প্রীতি ম্যাচে নেইমারের ‘অভিনয়’ নিয়ে বিতর্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২; সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
প্রীতি ম্যাচে নেইমারের ‘অভিনয়’ নিয়ে বিতর্ক

পদ্মাটাইমস ডেস্ক : জাপানিজ ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে ৬-২ গোলে জিতেছে পিএসজি। ওই ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। লিওনেল মেসিকে দিয়ে গোল করিয়েছেন। তবে তার পেনাল্টি গোল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ম্যাচের শুরুতে পাবলো সারাবিয়া গোল করে দলকে লিড এনে দেন। দ্বিতীয় গোল করেন নেইমার। তার ৩১ মিনিটের গোল নিয়েই ওই বিতর্ক। কারণ নেইমার ডাইভ দিয়েছেন। তাকে গুরুতর ফাউল করা হয়েছে এমন অভিনয় করেছেন।

গাম্বা ওসাকার বক্সে নেইমারকে ট্যাকল করা হয়। তিনি বলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। কিন্তু পা ধরে এমনভাবে তিনি ছটফট করতে থাকেন যে, তার গোড়ালিকে ভয়ঙ্কর ট্যাকল করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নেইমারের পায়ে ট্যাকল তো দূরে থাক, শরীরে আঘাত করা, টেনে ধরা বা পিছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটেনি।

তার ওই ডাইভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে। বলা হচ্ছে, ‘নেইমার তার অভিনয় দক্ষতা ভালোই বিক্রি করতে শিখেছে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে