বদলগাছীর ছোট যমুনা নদী থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
বদলগাছীর ছোট যমুনা নদী থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী থেকে মাছ শিকারের সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার আধাইপুর ইউপির কাষ্টডোব নামক স্থানে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, গত রবিবার রাত ৮ দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির কাষ্টডোব নামক স্থানে নদীতে মাছ শিকারের সময় জেলের জাল আটকে যায়। জেলে নদীতে নেমে দেখে জালে বেধে যাওয়া বস্তু বৈদ্যুতিক তার।

সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন কে অবগত করলে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি বদলগাছী সহ বিষয়টি বদলগাছী থানায় জানান। পরে চেয়ারম্যান ও গ্রামবাসী সহ অনান্য জেলেদের সহযোগিতায় জাল সহ বিপুল পরিমান বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম উজ্জ্বল।

খবর পেয়ে রাত ৯টায় বদলগাছী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমানের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের এসআই আলিম সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বৈদ্যুতিক তারগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আধাইপুর ইউপি চেয়ারম্যান একে এম রেজাউল করিম পল্টন বলেন, কাষ্টডোব গ্রামের কয়েকজন জেলে ও গ্রামের লোকজন ঘটনাটি আমাকে ফোন জানালে। আমি সাথে সাথে বদলগাছী থানাকে বিষয়টি অবগত করে সেখানে যায়। সেখানে যাওয়ারপর বদলগাছী পল্লী বিদ্যুত সমিতি ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়ে উদ্ধারকৃত বৈদ্যুতিক তার গুলো থানায় হস্তান্তর করি।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যৎ সমিতি বদলগাছী অফিসকে জানালে এজিএম রাহেবুল রহমান ঘটনাস্থলে আসেন এবং বলেন এই তার গুলো পল্লী বিদ্যুতের নয়। এসব বৈদ্যুতিক তার পিডিবির।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, তার গুলো উদ্ধার করে চোরাই মালামাল হিসাবে জব্দ দেখানো হয়েছে। জব্দকৃত মালামালের তথ্য বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে