বাগাতিপাড়া উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন নৌকা বিরোধীদের বিরুদ্ধে

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
বাগাতিপাড়া উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন নৌকা বিরোধীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় ২৬ জুলাই ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে এম.পি ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে দেখা দিয়েছে উত্তপ্ত অবস্থা।

স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ নৌকার বিরোধী বিদ্রোহী প্রার্থীদের নতুন কমিটিতে না রাখাসহ আট দফা দাবিতে গত ১৮ জুলাই সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি। দাবী না মেনে উল্টো ব্যানার-পোষ্টার ও মাইকিং করে নাম ব্যবহার করাকে কেন্দ্র করে সোমবার (২৫ জুলাই) আবারও সাংবাদিক সম্মেলন করেছে তাঁরা। সভাপতি-সম্পাদক’র দাবী পুরোন না হলে সম্মেলনে উপস্থিত হবেন না তারা এ কথা লিখিত ভাবে জেলা আ’লীগ ও কেন্দ্রীয় আ’লীগকে জনিয়েছেন।

তা সত্তেও কেন অনুমতি ছাড়া তাদের নাম ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বোধগম্য নয়। স্থানীয় এমপির এমন আচরণের জন্য নেতারা ক্ষুব্ধ বলেও জানান তারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, নৌকাকে ভ্যান্না কাঠের নৌকা বলা এমপি এবং মঞ্চে নৌকার বিরোধী বিদ্রোহী প্রার্থী ও মদদ দাতার উপস্থিত থাকলে সম্মেলনে যোগ দেবেন না তারা। দলীয় প্রধানের নির্দেশ ও গঠনতন্ত্র না মেনে যদি সম্মেলনে নতুন কমিটি হয় সেটাও না মেনে নেত্রীর কাছে অভিযোগ দেবেন বলে নিশ্চিত করেছেন এই নেতা।

সাংবাদিক সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান বলেন, এমপি বকুল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজের ভাইকে দাঁড় করিয়ে নির্বাচিত করেছেন, তাছাড়া ইউপি নির্বাচনেও প্রতিটা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের মদত দিয়েছেন।

তাছাড়া তার বাবা মুসলিম লীগ করতেন-তিনি ছাত্রদল করতেন সব প্রমাণ আমাদের কাছে আছে। জেনে বুঝে তার সাথে আপশ করে সম্মেলনে যোগ দেয়া মানে মুর্খামি করা।২৬ জুলাই ত্রি-বার্ষিক সম্মেলনকে হাইব্রিড নৌকা বিরোধীদের মিলনমেলা বলেও আখ্যা দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে