টেসকই উন্নয়ন অভীষ্ট অর্জনে শিশু বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ৬:২২ অপরাহ্ণ |
টেসকই উন্নয়ন অভীষ্ট অর্জনে শিশু বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : শিশু বিবাহ প্রতিরোধ করতে না পারলে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বাধাগ্রস্থ হতে পারে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বক্তারা। আজ সকাল ১০টায় এসিডি হলরুমে বেসরকারি উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত শিশু বিবাহ প্রতিরোধে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভায় এ সকল কথা বলেন বক্তারা।

এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমান সরকার, রাজশাহী মহানগর শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দীন চেীধুরী উপস্থিত ছিলেন।

এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল পরামর্শ সভার শুরুতে এসিডির পক্ষ হতে শিশু বিবাহের বর্তমান পরিস্থিতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। একই সাথে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীবৃন্দ বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনায় অংশ নিয়ে শিশুবিবাহ প্রতিরোধে করণীয় নির্ধারণ করেন।

পরামর্শ সভার সভাপতি এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, শিশু বিবাহ এক সামাজিক ব্যাধি, এর কারণে বাধাগ্রস্থ হচ্ছে, নারীর শিক্ষা, ক্ষমতায়ন, আত্ননির্ভরশীলতা যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে এসডিজির ৫ নং অভীষ্ট (লিঙ্গতিত্তিক সমতা ও নারীদের ক্ষমতায়ন) লক্ষ্যমাত্রা অর্জন বাঁধাগ্রস্থ’ হচ্ছে।

পরামর্শ সভায় প্রধান অতিথি রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন বলেন, শিক্ষক সমাজ সমাজের পথ প্রদর্শক। আমাদের সমাজকে শিশুবিবাহ মুক্ত করতে হলে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধূলাসহ সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন উপস্থিততি বাড়বে, অন্যদিকে ঝড়ে পড়া রোধ হবে। বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত অভিভাবক সভা আয়োজনেরও আহ্বান জানান।

দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত তাঁর বক্তব্যে বলেন, শিশুবিবাহ সামাজিক উন্নয়নে অন্তরায় এর জন্য একদিকে সরকার যেমন ভূমিকা পালন করছে, আমরা গণমাধ্যমও সক্রিয় ভূমিকা রাখছি। তবুও শিশুবিবাহ প্রতিরোধ করা দুরহ হয়ে পড়ছে। এই ক্ষেত্রে শিক্ষক সমিতির সদস্য তথা শিক্ষক সমাজ শিশুবিবাহ প্রতিরোধে বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। আমরা সবাই যদি নিজেদের জন্যও দায়িত্ব পালন করি তাহলে সমাজের এই অভিশাপ থেকে বের হয়ে আসা সম্ভব। পরামর্শ সভায় রাজশাহী জেলা ও মহানগর শিক্ষক সমিতির ৩০জন সদস্য উপস্থিত থেকে শিশুবিবাহ প্রতিরোধে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে