ফ্যানের দাম বেশি রাখায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
ফ্যানের দাম বেশি রাখায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পাইকারি ও খুচরা পর্যায়ে চার্জার ফ্যানের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ জুলাই) শহরের বাটার বাটার মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, রাজিব ইলেকট্রনিক্সক, নিউ মুকুল ইলেকট্রনিক্স ও হক ইলেকট্রনিক্স।

শামীম হোসেন জানান, দুপুরে শহরের বাটার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় চার্জার ফ্যানের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে অতিরিক্ত রাখায় রাজিব ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি দায়ে নিউ মুকুল ইলেকট্রনিক্স ১০ হাজার টাকা ও হক ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে জেলায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে