মোহনপুরে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
মোহনপুরে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় স্থাপিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী এর নির্দেশ ক্রমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় কামারপাড়া বাজারের রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় ৬০/৭০ টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনা কালে রাস্তার দুই পাশে থাকা অবৈধ সকল দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন।

সড়ক ও জনপথের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ আসিফ এর নিকট জানতে চাইলে বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দু’পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে