মহাদেবপুরে অপহরণ মামলার অন্যতম আসামীসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ২:০৪ অপরাহ্ণ |
মহাদেবপুরে অপহরণ মামলার অন্যতম আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অপহরণের ১ মাস ৬ দিন পর সাভারের আশুলিয়া থেকে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় মামলার অন্যতম আসামী উপজেলার আন্ধারকোটা গ্রামের নজরুল ইসলামের পুত্র আরাফাত হোসেন ও অপহরণে সহায়তাকারী একই গ্রামের রফিক আলীর পুত্র রোস্তম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন ও রোস্তম আলীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে পুলিশ জানায়, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী গত ১৮ জুন শনিবার পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে।

এ সময় মামলার অন্যতম আসামী গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন, সহযোগী রোস্তম আলী , আরাফাতের পিতা নজরুল ইসলাম, বোন ঝরনা বানু ও তার মা ডলি বেগম স্কুলের মাঠ থেকে ফুসলিয়ে আরাফাতের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপরহণ করে গাড়ীতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি জিডি করা হলেও ভিকটিম উদ্ধার না হওয়ায় ঘটনার প্রায় ১৫ দিন পর ওই স্কুল ছাত্রীর মা আমিনা আক্তার মমি বাদী হয়ে গত ৪ জুলাই আরাফাত হোসেন, নজরুল ইসলাম, ঝরনা বানু, রোস্তম আলী ও ডলি বেগমসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২০ দিন পর গোপন সুত্রে খবর পেয়ে থানার এস আই শামিনুল ইসলামের নেতৃত্বে এ এস আই শাহিন আলম, পুলিশ সদস্য শফিউল আলম ও সুমী আক্তার সঙ্গীয় ফোর্সসহ রবিবার ভোরে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে ওইদিনই রাত সাড়ে ৯ টায় মহাদেবপুর থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে