ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২; সময়: ১১:১৭ পূর্বাহ্ণ |
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আংশিক জরুরি অবস্থা জারি করেছে সরকার। যুক্তরাষ্ট্রে কেবল দাবানল নয়, ইউরোপের মতো সেখানে তাপপ্রবাহও চলছে।

দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ও আর্দ্রতা আরো বেড়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রোববার কোথাও কোথাও ১০৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৯ কোটি মানুষকে অধিক তাপমাত্রার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার বিকালে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয় এবং তা ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে সেখানকার হাজারো মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

দাবানলে এখন পর্যন্ত ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ২৪ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের আচরণ বিস্ফোরণধর্মী হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা চ্যালেঞ্জের মধ্যে আছেন বলে উল্লেখ করেছেন তারা।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ সময়ে যতগুলো দাবানল হচ্ছে তার মধ্যে ক্যালিফোর্নিয়ার দাবানলটি সবচেয়ে বড়। ১১ হাজার ৯০০ একর জায়গা জুড়ে এ দাবানল চলছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম বলেন, শুষ্ক আবহাওয়া ও খরার কারণে আগুন ছড়িয়ে পড়ছে। ওয়াশিংটন ও ফিলাডেলফিয়াতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার মারিপোসায় তাপমাত্রা ছিল ৯৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন সেখানকার তাপমাত্রা এমনই থাকবে বলে আভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন।

এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে অতিরিক্ত ক্ষমতা পাবেন বাইডেন। কেরি বলেন, এটা মন্দের ভাল। কারণ কংগ্রেসে জলবায়ু নীতি পাশ করা হয়তো সম্ভব নয়। কেরি বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের রুলিং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেয়ার কাজকে সহায়তা করেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে