পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্টানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। পরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, খামার ব্যবস্থাপক মোঃ নুরে আলম লিটু।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সফল মৎস্যচাষীবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেস প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে