পোরশায় সীমান্তে বিজিবি ক্যাম্পে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
পোরশায় সীমান্তে বিজিবি ক্যাম্পে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, পোরশা : জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলা মৎস্য অফিস ও সদর দপ্তর নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবি’র উদ্যেগে নিতপুর বিজিবি ক্যাম্প পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার দুপুরে ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান পিএসসিজি’র সহযোগীতায় এবং ভিবিসন ক্যাম্পের সুবেদার খন্দকার আসলামের নেতৃত্বে ওই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, নিতপুর ক্যাম্পের অধিনায়ক নায়েব সুবেদার আলমগীর হোসেন, আদাতলা ক্যাম্পের কমান্ডার নুরুল ইসলাম, নিতপুর কুসুম কলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, ওয়ার্ড সদস্য লাইলা, প্রেস ক্লাব সহ সভাপতি কামরুজ্জামান সরকার বাবু সহ বিজিবি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে