যুক্তরাষ্ট্রে জনসমাগমে গুলি, হতাহত ৭

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২; সময়: ৯:৫৪ পূর্বাহ্ণ |
যুক্তরাষ্ট্রে জনসমাগমে গুলি, হতাহত ৭

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে জনসমাগম স্থানে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। রেনটন পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিবিসি নিউজের

খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের সিয়াটলের রেন্টন শহরের কেন্দ্রস্থলে হামলা করে বন্দুকধারী। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর আহত কমপক্ষে ৬ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির বয়স ৩২ বছর। তিনি ওয়াশিংটনের ট্যাকোমার বাসিন্দা। তার শরীরে একাধিক গুলি লাগে।

এদিকে এই হামলার সাথে জড়িত যুবযুককে শনাক্ত করা হয়েছে বলে জানি য়েছেন রেনটনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক। তিনি বলেন, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে। হাতে হাতে অস্ত্র থাকায় দেশটিতে বন্দুক সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। তার কিছুদিনের মধ্যেই নিউইয়র্কের বাফেলো মার্কেটে গোলাগুলির ঘটনায় প্রাণ হারান ১০ জন। এছাড়া গুলির ঘটনা দেশটিতে অনেকটা নিয়মতি ঘটনা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে