জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে সভা

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ১০:৪২ অপরাহ্ণ |
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় (২২ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মহিউদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হালদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাঈদ শাহরিয়ার প্রমুখ।

সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং জেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী- জয়পুরহাট জেলায় এবছর ২১ হাজার ৮শ মেট্রিক টন চাহিদার বিপরীতে ২৫ হাজার ৪ শ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে