পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ১০:৩৫ অপরাহ্ণ |
পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজনে প্রশাসক সম্মেলন কে এ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ , পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মৎস্য চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মৎস্য কর্মকর্তা তার সমাধানের আশ্বাস দেন। দেশে মৎস্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা করা কথা তুলে ধরা হয় এবং সাত দিন ব্যাপি মৎস্য সপ্তাহ উপলে মৎস্য খামারিদের বিভিনি উপকরণ সহয়াতা প্রশিক্ষণ দেওয়ার কথা বলে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে