কি ‘রহস্যময়’ বার্তা দিলেন মুশফিক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ৫:৩৭ অপরাহ্ণ |
খবর > খেলা
কি ‘রহস্যময়’ বার্তা দিলেন মুশফিক

পদ্মাটাইমস ডেস্ক : অনেক নাটকীয়তা, জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে।

এরপরই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ছুটি নেয়ায় রাখা হয়নি সাকিবকে। বিশ্রামের জন্য টি-২০তে মুশফিক ও মাহমুদউল্লাহকে রাখা হয়নি।

আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।

বিশ্রামের কথা বলে আদতে বাদই দেয়া হলো মাহমুদউল্লাহকে। মুশফিকের ব্যাপারটাও প্রায় একইরকম। গত টি-২০ বিশ্বকাপে বারবার অপরিনামদর্শী শট খেলে দলকে বিপদে ফেলেন। টি-২০ ফরম্যাটে মুশফিকের রেকর্ডও তেমন ভালো না। সবমিলিয়ে তাকে নিয়েও চলছিল ব্যাপক সমালোচনা।

নিজের টি-২০ ক্যারিয়ার নিয়ে শংকার কথা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাই শনিবার সকালে এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

মুশফিক একটি ছবি আপলোড দেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেন।

অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনো প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু।

এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-২০ অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’

তার আজকের এই পোষ্টের অর্থ অনেক কিছুই হতে পারে। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যায়। তবে সময়ের সাথে হয়তো আরো খোলাসা হবে সব কিছু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে