কুষ্টিয়ায় ট্রেনের ইঞ্জিনসহ কন্টেইনার লাইনচ্যুত

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ২:১৬ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় ট্রেনের ইঞ্জিনসহ কন্টেইনার লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেল স্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৩টি তেলবাহী কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের প্রায় ৪২টন তেল পড়ে গেছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাঁড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে ওই রুটে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় রেলওয়ে পাকশি জোনের বিভাগীও পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে পাকশি জোনের ডিআরএম সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, সকাল সাড়ে ৭টার দিকে হালসা স্টেশনের পাশে আপ লাইনে খুলনা থেকে ঈশ^রদীগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে একটি কন্টেইনারে থাকা ৪২ টন ফার্নেস ওয়েলের প্রায় পুরোটায় পড়ে যায়।

এ সময় ওই ট্রেনের লোকোমাস্টার (চালক) ঘুমাচ্ছিলেন বলেও জানান সাইদুল ইসলাম। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে