বাংলা ভাষায় ‘বিউটি এন্ড দ্য বিস্ট’

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ১:১৮ অপরাহ্ণ |
খবর > বিনোদন
বাংলা ভাষায় ‘বিউটি এন্ড দ্য বিস্ট’

পদ্মাটাইমস ডেস্ক : ফরাসি-জার্মান যৌথ-প্রযোজনায় নির্মিত রোমান্স-ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র ‘বিউটি এন্ড দ্য বিস্ট’। ২০১৪ সালে মুক্তি পায় ছবিটি।

রূপকথার গল্প অবলম্বনে তৈরি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে এমা ওয়াটসনে পাশপাশি নিজের অভিনয় দিয়ে বিশ্বকে মাতিয়ে দিয়েছেন ড্যান স্টিভেনস্। ছবিতে ড্যান স্টিভেনস্ রাক্ষসের চরিত্রে অনবদ্য ছিলেন।

ভালোবাসার চিরন্তন উচ্ছ্বাস, ত্যাগ ও মিলনের সুতীব্র আকাঙ্খাই রয়েছে ছবিটিতে। ছবিটির এমা ও ড্যান স্টিভেনসরা এবার কথা বলবেন বাংলায়। কারণ বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ বাংলায় ডাব করে ছবি মুক্তি মুক্তি দিচ্ছে।

বঙ্গের হেড অফ লাইসেন্সিং এবং ডিস্ট্রিবিউশন, ক্যারোলিন হপনার বলেছেন, বঙ্গের বিনোদনপ্রেমী দর্শকদের জন্য ফ্যান্টাসি ক্লাসিক রোম্যান্স ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ আনতে পেরে সত্যি খুব আনন্দিত ৷ আমরা বিশ্বাস করি আমাদের দর্শকরা সিনেমাটি আন্তরিকভাবে পছন্দ করবে ৷

১৯৯১ সালে ওয়াল্ট ডিজনি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ নামে এনিমেশন চলচ্চিত্র নির্মাণ করে আলোড়ন ফেলে দেয় চারদিকে। পরে সেটি নিয়ে নির্মাণ করে লাইভ অ্যাকশন সিনেমা।

ছবিটির গল্পে দেখা যায়, পারিবারিক জীবনে সুখী এক ধনী ব্যবসায়ী আটক হন কিম্ভূতকিমাকার জন্তুর হাতে। বাবাকে উদ্ধারে এসে সেই জন্তুর হাতে আটক হয় তার সুন্দরী কন্যা বেলে।

বন্দি অবস্থায় বেলের সঙ্গে জন্তুর বন্ধুত্ব গড়ে ওঠে, যা রূপ নেয় ভালোবাসায়। প্রকৃতপক্ষে জন্তুটি ছিল অভিশপ্ত এক রাজপুত্র। দম্ভের জন্য শাস্তিপ্রাপ্ত সেই রাজপুত্র আবার মানুষে পরিণত হয় বেলের ভালোবাসায়।

ছবিতে বেলে চরিত্রে এমা ওয়াটসনের পাশাপাশি বিস্ট হয়েছেন ড্যান স্টিভেন্স, শিকারি গ্যাস্টন চরিত্রে লুক ইভান্স, লেফু চরিত্রে জশ গ্যাড, মিসেস পটস চরিত্রে আছেন এমা থম্পসনের মতো জনপ্রিয় তারকারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে