তেলের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন দুজন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
তেলের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন দুজন

পদ্মাটাইমস ডেস্ক : নতুন প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে শুক্রবার দায়িত্বভার গ্রহণের একদিনের মাথায় শ্রীলঙ্কায় তেল কেনার লাইনে দাঁড়িয়ে দুই ব্যক্তি মারা গেছেন। শ্রীলঙ্কার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

লঙ্কা পোস্ট জানায়, ৫৯ বছর বয়সী এক ব্যক্তি একটি ফিলিং স্টেশনে দুই রাত ধরে তার মোটরবাইক রেখে গিয়েছিলেন। শ্রীলঙ্কার পশ্চিম দিকে অবস্থিত কিন্নিয়া শহরে ওই ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েই শুক্রবার পড়েন যান এবং মারা যান।

আরেক ব্যক্তির বয়স ৭০ এর কাছাকাছি। তিনিও লাইনে অপেক্ষা করতে করতে মারা যান। এই ব্যক্তি চার ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থেকে একসময় মারা যান বলে জানায় পুলিশ। তিনি কেরোসিন তেল কিনতে গিয়েছিলেন।

শ্রীলঙ্কার পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অশোকা রানওয়ালা বলেছেন, অপরিশোধিত তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার কার্যক্রম স্থগিত করেছে।

এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। নতুন নেতা নির্বাচিত করতে একে একে ভোট দেন পার্লামেন্টের ২১৯ আইনপ্রণেতা। এ ছাড়াও অনুপস্থিত ছিলেন দুজন। বাতিল হয় আরও চারটি ভোট।

দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার পক্ষে ভোট পড়ে ১৩৪টি। অপরদিকে প্রধান বিরোধী দল সমর্থিত প্রার্থী দুলাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। এ ছাড়াও তৃতীয় প্রার্থী অনুঢ়া দেশনায়েকে পান মাত্র তিন ভোট।

নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য দেন রনিল। তিনি বলেন, শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে। সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল। এর আগে ছয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে