র‌্যাব ১২ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: জুলাই ২২, ২০২২; সময়: ৭:৩৪ অপরাহ্ণ |
র‌্যাব ১২ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২ পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ও সদরে ৪৯৮ বোতল ফেন্সিডিল ও ১২০ গ্রাম হেরোইনসহ নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক বহন কৃত ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান র‌্যাব।

র‌্যাব জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউসুফ মিয়া (৩০), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-ইসলামাবাদ আলগী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী ও মোস্তাকিম আহমেদ সিফাত (১৯), পিতা-মোঃ লালন বাদশা, সাং-আলাইপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী।গ্রেপ্তারকৃত দের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের জামে মসজিদের সামনে ফাকা জায়গায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১২০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মালা (৫৪), পিতা-মোঃ নইমুদ্দিন, মাতা-ময়না বিবি, স্বামী-মোঃ হবিবর, সাং-উত্তর বাসুদেবপুর মাস্টারপাড়া (ওয়ার্ড নং-০৩ হাকিমপুর পৌরসভা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িতো। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে