দেশে একদিনে করোনায় আরও দুই জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২২, ২০২২; সময়: ৬:২২ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : দেশে গত একদিনে কোভিড সংক্রমিত হয়ে আরও দুই জন মারা গেছেন। এই সময়ে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে ৬২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৫৮ এবং শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৮৯৯।

শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯৫টি। এর বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৯৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ৩৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৬২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে