কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: জুলাই ২২, ২০২২; সময়: ৫:০০ অপরাহ্ণ |
খবর > খেলা
কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

পদ্মাটাইমস ডেস্ক : সব হিসেব মিলে গেলে ২০২১ সালের মতো এবারও কোপা আমেরিকার ফাইনালে দেখা হয়ে যেতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনার।

এবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে দেশ দুটির। তবে এটি নারীদের কোপা আমেরিকায়। পূর্বেরটা ছিল মেসি-নেইমারদের দৈরথ।

এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজ নিজ সেমিতে জিতলেই তবে ফাইনালে মুখোমুখি দেখা হতে পারে এ দুই দলের। যদিও খুব একটা সহজ হবে না সেমির লড়াই। কারণ তাদের বিপক্ষ দল হিসেবে আছে যথাক্রমে প্যারাগুয়ে ও কলম্বিয়া।

আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকয়টি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। এই চার ম্যাচে তারা গোল করেছে ১৩টি, হজম করেছে মাত্র তিনটি। আর্জেন্টিনার সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘এ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় প্যারাগুয়ে। এই চার ম্যাচে তারা করেছে নয় গোল, বিপরীতে হজমও করেছে সাতটি। স্বাগতিক কলম্বিয়ার কাছে তাদের হার ৪-২ গোলের ব্যবধানে।

অন্যদিকে ব্রাজিলের কাছে চার গোলে হেরে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এই তিন ম্যাচে তারা পেরুকে ৪-০, উরুগুয়েকে ৫-০ ও ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে।

এ দুই সেমিফাইনালে যদি ব্রাজিল-আর্জেন্টিনা জয়ের দেখা পায়, তাহলে ৩১ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে তারা।

অবশ্য দুই দলই যদি হেরে যায়, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে