রাজশাহী জেলা পুলিশে ভালো কাজ করলেই পাবে এসপির পক্ষ থেকে পুরস্কার

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ১০:৫০ অপরাহ্ণ |
রাজশাহী জেলা পুলিশে ভালো কাজ করলেই পাবে এসপির পক্ষ থেকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশে কোন পুলিশ ভালো কাজ করলেই পাবেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম পিপিএম বার এর পক্ষ থেকে পাবেন পুরাস্কার। আর অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতো হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেন এসপি। গত ১৯ জুলাই রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম পিপিএম বার।

তেইমন ভালো কাজের জন্য পুরস্কার পেলেন রাজশাহী জেলা পুলিশের ডিএসবি এসএসআই (নিরস্ত্র) রাশেদুল ইসলাম। ১৯ই জুলাই মঙ্গলবার দুপুর ১১টায় জেলা পুলিশ সদর দপ্তরে পুলিশের মাসিক কল্যান সভায় ‘The best District intelligence Officer’ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম পিপিএম বার) তাকে পুরস্কৃত করেন।

এএসআই রাশেদুল ইসলাম জেলা পুলিশের ডিএসবি শাখায় মোহনপুর জোনে কর্মরত ছিলেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার)। সভার শুরুতে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য সব পুলিশ সদস্যকে দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে জুন মাসে ভালো কাজের জন্য জেলা পুলিশের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে