পত্নীতলায় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জরিমান

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ১০:২৩ অপরাহ্ণ |
পত্নীতলায় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জরিমান

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) পত্নীতলার মধইল বাজার এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিবের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে ০৪ টি প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ২৩,০০০/- জরিমানা আরোপ ও আদায় ও বিক্রয়ের জন্য নয় সরকারি ৩০০ টি লাইফবয় সাবান জব্দ করা হয়।

অভিযানে পত্নীতলা উপজেলার ভেটেনারি সার্জন ফয়সাল তালুকদার ও পত্নীতলা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানায় জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে