মহাদেবপুরে প্রতিপক্ষের মারধরে আহত প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ১০:১০ অপরাহ্ণ |
মহাদেবপুরে প্রতিপক্ষের মারধরে আহত প্রতিবন্ধীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের মারধরে আহত প্রতিবন্ধী জুলফিকার আলী আলাল (৪৭) মারা গেছেন। ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলাল উপজেলার বাছড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীন মাস্টারের ছেলে। ময়নাতদন্ত শেষে এদিন বিকালেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই বিকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাছড়া গ্রামের মাঠে শারীরিক প্রতিবন্ধী আলালের ধানক্ষেত নষ্ট করে প্রতিবেশী মো. হাসুর ছাগল। এ সময় হাসুর ভাতিজা বাদলকে ছাগল বেঁধে রাখার কথা বলেন আলাল। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বাদল ফোন করে তার চাচাদের মাঠে ডেকে আনেন। বাছড়া দেওয়ানপাড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে মো. হাসু (৩০), মো. টুটুল (২৭) ও মো. শহীদ দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রতিবন্ধী আলালকে বেধড়ক মারপিট করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলালকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৫ জুলাই সকালে আলালের ভাই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মো. হাসু (৩০), মো. টুটুল (২৭) ও মো. শহীদকে আসামি করে থানায় মামলা করেন। তবে এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে