পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যাবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে মো. রাশেদুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় নজিপুর নতুন হাট এলাকায় নিয়ম না মেনে বরফ তেরী করায় রাহী ট্রেডার্স ( বরফ কল) এর আবু হাসান কে ৫ হাজার এবং জোয়ারদার ট্রেডার্স ( বরফ কল) এর আব্দুল খালেক কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, অগ্নি নির্বাপন ছাড়পত্র না থাকার অপরাধে নজিপুর বাসস্ট্যান্ড এলাকার তাসিন এন্টারপ্রাইজ এর শহিদুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রাস্তার উপর মালপত্র রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সাপাহার রোডের সরদার এন্টার প্রাইজ এর আব্দুল করিমকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন একজনের বিরুদ্ধে অগ্নি নির্বাপণ ও প্রতিরোধ আইন ২০০৩ এর ২০ ধারা অনুযায়ী জরিমানা আদায় ও সতর্ক করা হয় অন্যগুলো ভিন্ন ভিন্ন অপরাধে মোট ৪ টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।