মোহনপুরে শ্রেষ্ঠ ধূরইল ইউনিয়ন পরিষদ

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ৯:৩৮ অপরাহ্ণ |
মোহনপুরে শ্রেষ্ঠ ধূরইল ইউনিয়ন পরিষদ

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ২০২১-২০২২ সালে উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ১ নং ধূরইল ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠ হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মোহনপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফয়সাল ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শেষ্ঠ হওয়ার ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের হাতে পুরুস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

জানা যায়, ধূরইল ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক দীর্ঘ দিন ধরে অব্যবস্থাপনা থাকায় গ্রামের মা ও শিশুদের সেবাদানে ব্যাহত হয়ে আসছিল তিনি বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছেন। দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তাদের সাথে নিয়ে এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।

অন্যদিকে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রতিবেদককে বলেন, গ্রামের জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব প্রভৃতির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হতে পারে বাংলাদেশে জনকল্যাণ ও পল্লী চিকিৎসার অন্যতম মূল ভিত্তি। আমি মনে করি সকলের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়াই বিচক্ষণতার কাজ। তাই গ্রামবাসী মা শিশুকে সুস্থ রাখতে হলে কমিউনিটি ক্লিনিকের কোন বিকল্প নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে