মহাদেবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ৬:৫৬ অপরাহ্ণ |
মহাদেবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর :নওগাঁর মহাদেবপুরে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী আল আমিন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ভূমি অফিসের পাশে কাচারীপাড়া বাঁধের ধারে রবিউল আলম লিটনের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানায়, সাপাহার গোলচত্তর এলাকার বকুলের পুত্র আল আমিন সপ্তাহ খানেক আগে আড়াই বছরের এক কন্যা সন্তান হালিমা আক্তার আঁখি সহ স্ত্রী শিউলি আক্তার (৩০) কে নিয়ে লিটনের বাড়িতে ভাড়া ওঠে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পায়।

এ সময় তাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজার তালা ভেঙে খাটের উপর বিবস্ত্র অবস্থায় শিউলি আক্তারের লাশ দেখতে পায়। সে সময় পাশে বসে শিশুটি কাঁদছিল। আল আমিন মহাদেবপুর বাজারে বিভিন্ন টেইলার্সে দর্জির কাজ করত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে দুপুরের কোন এক সময় আল আমিন তার স্ত্রী শিউলিকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মহামুদ জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে