গোদাগাড়ীতে ১৮ গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ৬:১৭ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ১৮ গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদগাড়ীতে ১৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর এবং দলিল চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তররের উদ্বোধন করেন।

এর পরই গোদাগাড়ী উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এবার মাটিকাটা ইউনিয়নের আমানপুর, রিশিকুল ইউনিয়নের পলাশি ও ভানপুর গ্রামের ১৮টি পরিবারকে বাড়ী উপহার দেওয়া হলো।

এর আগে প্রথম ধাপের প্রথম পর্যায়ে ২৮০টি গৃহহীন পরিবার, দ্বিতীয় পর্যায়ে ৪০৩টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২৯টি ও দ্বিতীয়ধাপে ১০০টি পরিবারসহ উপজেলায় মোট ৯১২টি গৃহ ও ভূমিহীনকে বাড়ী ও দলিলপত্র হস্তান্তর করা হলো। উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের বাড়ী উপহার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করে উপজেরা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে