সিরাজগঞ্জে তাঁত শিল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে তাঁত শিল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : তাঁত কুঞ্জ সিরাজগঞ্জের তাঁত শিল্পের খোজ খবর জানতে বেলকুচি উপজেলার জামান টেক্সটাইল কহিনুর শাড়ীর বিভিন্ন কারখানা পরিদর্শন করলেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি।

বৃহস্প্রতিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর জামান টেক্সটাইলের বিভিন্ন তাঁত কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে আওয়ামীলীগ সরকার সবসময় কাজ করে যাচ্ছেন। সিরাজগঞ্জের তাঁতের তৈরী শাড়ী লুঙ্গী গামছা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে অনেক সুনাম অর্জন করেছে। তাঁত মালিকদের তাঁত শিল্পের কাপরে নতুন নতুন নকশা তৈরীর পরামর্শদেন মন্ত্রী।

মন্ত্রী তাঁত শিল্পের কারখানা পরিদর্শন কালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ আব্দুল মমিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুব আলী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে