পোরশায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন ৪৮ পরিবার

প্রকাশিত: জুলাই ২১, ২০২২; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
পোরশায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন ৪৮ পরিবার

নিজস্ব প্রতিবেদক, পোরশা : সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন মুজিবর্ষ উপলক্ষে দেওয়া ঘর।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তররের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এর ফলে উপজেলার ৪৮ পরিবার ঘরগুলিতে উঠবে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

এসময় ডিডিএলজি উত্তম কুমার রায়, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে