মোহনপুরে প্রতারণার মামলায় সাবেক নারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ১১:০১ অপরাহ্ণ |
মোহনপুরে প্রতারণার মামলায় সাবেক নারী ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য শেখ হাবিবাকে প্রতারণার দুটি মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শেখ হাবিবা ঘাসিগ্রাম ইউনিয়নের সিংঘমারা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক নারী ইউপি সদস্য শেখ হাবিবা সমাজ সেবা, যুবউন্নয়ন অফিসের বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে একই গ্রামের মাফিল সরদারের স্ত্রী ডলি বেগমের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে অভিযোগকারি সুবিধা চাইলে সে তালবাহানা করেন। এরই প্রেক্ষিতে গত ১৯ জুলাই বিকেলে তার কাছে টাকা ফেরত চাইলে শেখ হাবিবা টাকা ফেরত দিতে চাইনি বরং উল্টো বাদীকে হুমকি ধামকি প্রদান করেন।

এবিষয়ে ডলি বেগম থানায় অভিযোগ দিলে মোহনপুর থানা পুলিশ শেখ হাবিবাকে থানায় নিয়ে আসলে তিনি পুলিশকে গালমন্দসহ মারমুখি আচরণ করেন। পরে তার বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, থানায় একজন ভুক্তভুগি তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। অন্যদিকে থানায় পুলিশের সঙ্গে অসাদাচরণের দায়ে আরো একটি মামলা দায়ের হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে