সান্তাহারে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা বহিষ্কৃত

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ৯:২২ অপরাহ্ণ |
সান্তাহারে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি মনির হোসেনকে বেশ কিছুদিন আগে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার মনির বর্তমানে যুবলীগের বহিষ্কৃত নেতা। বুধবার বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় প্রায় বছর খানেক আগে সান্তাহার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম হোসেন আলী বাবুর মাধ্যমে তার কাছে অব্যহতি পত্র পাঠানো হয়েছিল। কিন্তু বিষয়টি প্রচার না হওয়ার কারনে সে যুবলীগ নেতার পরিচয়ে চলছিল। এরপরও যদি সে জেল থেকে বেরিয়ে কোথাও যুবলীগের পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এদিকে সান্তাহার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা জানান, দল থেকে মনিরকে অব্যহতি দেয়া হয়েছে বিষয়টি পরে জেনেছি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। তাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, কমিটি গঠনের পর থেকেই মনিরের বিরুদ্ধে মাদক কারবারিসহ নানা ধরনের অভিযোগ থাকায় যুবলীগ থেকে তাকে অব্যহতি প্রদান করা হয়। এদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এরকম মনিররা যেন দলে ভিড়ে অপকর্ম না করতে পারে এজন্য আমাদের সকলকে সচেতন হওয়া প্রয়োজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে