নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ইবি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নড়াইলের মন্দির ও প্রতিমা ভাংচুর, বাড়িঘর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

মানববন্ধন উপস্থিত ছিলেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্রবর্মন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, উপ রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস এবং উপ রেজিস্টার চন্দন কুমার।

এসময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই, কোন জাত নেই। তাই তাদের প্রতিরোধ করা এখন সময়ের দাবী। বিগত দিনে হিন্দু সমপ্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছে তার বিচার না হওয়ায় দিনের পর দিন অত্যাচার বেড়েই চলছে। এইসব হামলা প্রতিরোধে সরকারের উচিত কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে