পোরশায় গৃহ হস্তান্তর বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
পোরশায় গৃহ হস্তান্তর বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এ উপজেলায় “ক” শ্রেণির পরিবারের সংখ্যা ১৬৯টি। এদের ১ম ও ২য় পর্যায়ে ১২৫ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ২০টি ও ২য় পর্যায়ে ১৪টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ৩য় পর্যায়ের ৩য় ধাপে ৫০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এতে উপজেলার ৫০জন জমি ও গৃহ পাবেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে