মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৬০ পরিবার

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ১২:২৪ অপরাহ্ণ |
মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৬০ পরিবার

পদ্মাটাইমস ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ৬০টি দৃষ্টিনন্দন ঘর।

দুই শতক ভূমির ওপর নির্মিত প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি করে রান্নাঘর ও টয়লেট এবং সামনের দিকে টানা বারান্দা।

এর আগে প্রথম ধাপে উপকারভোগীর মাঝে ১৫টি ও দ্বিতীয় ধাপে ১০টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়া তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪টি ঘর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।

এছাড়া প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বৃহস্পতিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় হাটহাজারী পৌরসভায় ৩৬টি এবং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ২৪টি ঘরসহ মোট ৬০টি ঘর গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে