ভারতের পশ্চিমাঞ্চলে দুই দশকের মধ্যে ভয়াবহ বন্যা

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ |
ভারতের পশ্চিমাঞ্চলে দুই দশকের মধ্যে ভয়াবহ বন্যা

পদ্মাটাইমস ডেস্ক : বন্যার কবলে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চল। প্লাবিত হয়েছে অন্তত ৯ গ্রাম। গুজরাটের ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। মহারাষ্ট্রে ডুবে আছে ঘরবাড়ি। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

পানিবন্দি হেক্টরের পর হেক্টর জমি। তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। ভারতের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কয়েক দিনের ভারি বৃষ্টিতে পূর্ণা, কাভেরি ও আম্বিকা নদীর পানি বেড়ে ডুবে গেছে অন্তত ৮ থেকে ৯ গ্রাম।

বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ২০ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গুজরাটে পানিতে তলিয়ে গেছে অন্তত ৭ হাজার হেক্টর ফসলি জমি। মহারাষ্ট্রে অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। ব্যাহত হচ্ছে যান চলাচল। পানির মধ্যদিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছেন বাসিন্দারা।

স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ছোট ছোট নৌকা ব্যবহার করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো পানিবন্দি হয়ে আছেন হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব। কোনোরকম দিন কাটছে তাদের।

এরই মধ্যে বন্যাদুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে