মুনাফা কমেছে সিঙ্গার বিডির

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
মুনাফা কমেছে সিঙ্গার বিডির

পদ্মাটাইমস ডেস্ক : মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। এপ্রিল থেকে জুন ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যা এর আগের বছরে একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ ১ টাকা ৪৯ পয়সা কমেছে।

তাতে চলতি বছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩১ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ চলতি বছরের দুই প্রান্তিকে বড় ধরনের মুনাফা কমেছে কোম্পানিটির।

৩০ জুন, ২০২২ সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৩৮ পয়সা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে