অবৈধভাবে পুকুর খনন করায় অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে জরিমানা

প্রকাশিত: জুলাই ২০, ২০২২; সময়: ৯:৫১ পূর্বাহ্ণ |
অবৈধভাবে পুকুর খনন করায় অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,মোহনপুর : মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের সাবাই বিলে অবৈধ ভাবে পুকুর খনন করছিলেন ভাতুড়িয়া গ্রামের মৃত জহির উদ্দিন মোল্লা ছেলে অবসরপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতা এনামুল হক।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুলাই রোববার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানার নির্দেশে মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস পুকুর খনন কাজ বন্ধ করে দেন। এসময় পুকুর খনন যন্ত্রের চাবি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে কুট কৌশলে এনামুল হক বিকল্প পদ্ধতি অনুসরণ করে পুনরায় পুকুর খননের চেষ্টা করছেন। এজন্য মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফসল জমি নস্টসহ পানি নিষ্কাশনে বাধা সৃষ্টির দায়ে অবৈধ পুকুর খননকারী এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। জরিমানার টাকা সরকারী কষাগারে জমা হয়েছে।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস বলেন, সরকারি নির্দেশ উপেক্ষা করে অবৈধ পুকুর খননের দায়ে এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা ব্যাংকের মাধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে