মুন্ডুমালায় দুই গ্রামে দুইটি সাবমার্সেবল পাম্পের উদ্ধোধন

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
মুন্ডুমালায় দুই গ্রামে দুইটি সাবমার্সেবল পাম্পের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : বর্ষাকাল চললেও প্রচন্ড খরাতাপে পুড়ছে বরেন্দ্র অঞ্চল। খাওয়ার পানি সমস্যা আরো বেশি দেখা দিয়েছে। তাই এ সমস্যা দুর করতে রাজশাহীর মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ছোট ছোট সাবমার্সেবল পাম্প বসিয়ে নাগরিকগনদের খাওয়ার পানি সমস্যা দূর করার চেষ্টা অব্যাহত রেখে চলেছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে মুন্ডুমালা পৌরনসভার ১ নং ওয়ার্ড পাঁন্দর ও ৫ নং ওয়ার্ডের সাদিপুর গ্রামে দুইটি সাবমার্সেবল পাম্পের উদ্ধোধন করেন পৌর মেয়র সাইদুর রহমান। এতে দুই গ্রামে প্রায় ৪০০ পরিবারে খাওয়াার পানি সমস্যা দূর হবে। এ সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম কয়েকজন কাউন্সিলর প্রমুখ।

পৌর মেয়র সাইদুুর রহমান বলেন,মুন্ডুমালা পৌর এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমই নিচে নেমে যাচ্ছে। অনেক পাম্প পানির অভাবে অকার্য হয়ে পড়েছে। বর্ষা কালে প্রচন্ড খড়ায় পড়েছে এ অঞ্চল। সেইসাথে খাওয়ার পানি সমস্যা বেড়ে গেছে। পৌরসভা হতে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে