ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী পাবেন ৪৫৩ টি পরিবার

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী পাবেন ৪৫৩ টি পরিবার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুর জেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে বিস্তারিত তুলে ধরেন অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব তসলিমা আলী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, ডি ডি এলজি আসলাম মোল্লা ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২ শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করা হবে।

ফরিদপুর জেলার তিনটি পর্যায়ে মোট ৪৯৯৪ টি পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ২০৩৫ টি দ্বিতীয় পর্যায়ে ১৫৭২ টি তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৬৯৬ টি পরিবারকে ছবিসহ গৃহ প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা ৯ উপজেলায় ১৭২ টি একক স্থানে গৃহ নির্মাণের মাধ্যমে গৃহ হীন দের পুনর্বাসন করা হয়েছে। এছাড়া একুশে জুলাই জেলায় মোট ৪৫৩ টি গৃহ প্রদান করা হবে এর মধ্যে আলফাডাঙ্গা ৩৮ নগরকান্দা ১০ বোয়ালমারী ৪, ফরিদপুর সদর ১০০ সালথা ৯৮ মধুখালী ৪০ ভাঙ্গা ১৬৩টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে