বাগমারায় জেলা যুবলীগ নেতার বৃক্ষরোপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জেলা যুবলীগের নেতারা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব সিজানুর রহমান সেজানের নেতৃত্বে বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জনাব প্রভাষক মাহাবুবুর রহমান, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি (সাবেক আহবায়ক) আব্দুর রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ লিটন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল করিম রেজু, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, ভবানীগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মজিদ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য এনামুল হক দুলাল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, শ্রীপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ, ভবানীগঞ্জ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মতলেবুর রহমান, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ, নাজমুল প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচশটি বিভিন্ন প্রজাতীর চারা রোপন করা হয়েছে।